Anatomy- Physiology Course – Cell Biology – Part 01- By Dr ARM Jamil – MBBS, BCS

অ্যানাটমি ফিজিওলজি কোর্স, Anatomy & Physiology, অ্যানাটমি এবং ফিজিওলজি কোর্স - ইউটিউব - HomeoExpress

What is Cell?

Cell হলো প্রাণিদেহের সবচেয়ে ছোট ইউনিট। যাকে বাংলায় বলা হয় কোষ। উদাহরণস্বরূপঃ যেমন, একটি বিল্ডিংয়ের সবচেয়ে ছোট ইউনিট হলো ইট। তেমনি সেল বা কোষ হলো প্রাণী দেহের বেসিক ছোট একটি ইউনিট।

সকল সেলের তিনটি সিমিলার বিষয় থাকে।

০১। সকল সেলের সেল মেম্ব্রেন থাকে।

০২। সেলে সাইটোপ্রাজম থাকে

০৩। সেলে ডি এন এ থাকে।

Type of Cell

1) Eukaryotic Cell

ইউক্যারিওটিক সেলে অরগানিলিস থাকে। যার মধ্যে নিউক্লিয়াস থাকে। Eukaryotic Cell হলো অনেক এডভান্সড জটিল সেল। যেমন প্লান্টস এবং এ্যানিমেল সেল।

2) Prokaryotic Cell

প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস নেই। এবং সেল মেমব্রেইন থাকেনা। এই সেলের মাঝে শুধু জেনারেল মেটেরিয়াল থাকে। Prokaryotic Cell শুধু একটি সেল দ্বারাই গঠিত হয়ে থাকে। যা দ্বারা গঠিত হয় এক কোষী প্রানী। যেমনঃ ব্যাকটেরিয়া।

What is Organelles ?

Organelle means, little organ.

ছোট ছোট অর্গানকে অরগানিলি বলা হয়। Organelle

অনেকগুলো সেলের সমন্বয়ে সুসংগঠিত হয়ে থাকে।

প্রথমেই আলোচনা করা যাক নিউক্লিয়াস বিষয়ে। যাকে বলা হয় সেলের নিয়ন্ত্রণ সেন্টার।

Nucleus  

নিউক্লিয়াস এর মাঝে ডি এন এ থাকে, এবং অন্যান্য জেনারেল মেটেরিয়ালসমূহ থাকে। ডি এন এ সাধারণত সেলের ফাংশন নির্ণয় এবং নির্দেশ করে থাকে। কিভাবে সেল বা কোষ তার কার্যক্রম শুরু করবে। কোষ কি রোল প্লে করবে এবং কিভাবে করবে, তার সামগ্রিক দিকনির্দেশনা নিউক্লিয়াস থেকে আসে।

Facebook Comments Section

Leave a Reply