Description
প্রশ্ন উত্তরে হোমিওপ্যাথি বইটিতে কী আছে?
যেভাবে বইটির লেখা সাজানো হয়েছে, এক পলকে দেখে নিন…
১। প্রশ্ন: শরীরের যে কোন স্থানে সুচ ফোটানো ব্যথায় কোন দুইটি ঔষধ ভাল কাজ করে। উত্তর: ১। Bryonia ২। Kali carb – ২। প্রশ্ন: ব্যথার কারণে তীব্রভাবে চীৎকার করে এ লক্ষণে প্রধান তিনটি ঔষধ কি কি? উত্তর: ১। Bryonia, ২। Kali carb, ৩। Apis – ৩। প্রশ্ন: Bryonia alba এর দুইটি ভিন্নতা কি কি? উত্তর: ১। সকল ব্যথা চাপে উপশম হয় শুধুমাত্র গ্যাস্ট্রিকের ব্যথা অর্থাৎ পেটের ব্যথা চাপে বৃদ্ধি পায়। ২। serous membrane (meninges, pleura, peritoneum, etc) এবং synovial membrane-এ (হাঁটুর জয়েন্ট) শুষ্কতা দেখা দেয় না, সেখানে তরল জমা হয় তাই জয়েন্টে বড় ধরণের ফুলাভাব দেখা দেয় এবং তাদের শরীরে প্রচুর ঘাম হয়। – ৪। প্রশ্ন: Bryonia এবং Colchicum এর মধ্যে পার্থক্য কি? উত্তর: Bryonia-তে চাপে উপশম হয় আর Colchicum-এ স্পর্শে বৃদ্ধি পায়। – ৫। প্রশ্ন: আক্রান্ত জয়েন্টের অত্যাধিক স্পর্শকাতরতার প্রধান দুইটি ঔষধ কি কি? উত্তর: ১। Colchicum autumnale (বিশ্রামে উপশম এবং নড়াচড়ায় বৃদ্ধি), ২। Kalium iodatum (বিশ্রামে বৃদ্ধি এবং নড়াচড়ায় উপশম) – ৬। প্রশ্ন: Rhus tox এর দুইটি গুরুত্বপূর্ণ ব্যবহার কি কি? উত্তর: ১। যাদেরকে প্রচুর কথা বলতে হয় তারা যদি বলে সকালে ঘুম থেকে উঠার পর আমার স্বরভঙ্গ দেখা দেয় কিন্তু যখন কথা বলতে থাকি তখন তা ঠিক হতে থাকে, তাদের ক্রনিক স্বরভঙ্গে Rhus tox ভাল কাজ করে। – ২। যাদেরকে অতিরিক্ত কথা বলতে হয় বা যাদের অতিরিক্ত ফুসফুসের ব্যবহার হয় তাদের ফুসফুস থেকে রক্তপাত হলে Rhus tox ভাল কাজ করে। – ৭। প্রশ্ন: পানি পান করার সময় China officinalis এবং Rhus tox এর রোগীদের শরীরে কি লক্ষণ প্রকাশ পায়? উত্তর: China officinalis এর রোগীদের শরীরের পশম খাড়া হয়ে যায় আর Rhus tox এর রোগীদের দুই স্ক্যাপুলার মাঝখানে ব্যথা করে। – ৮। প্রশ্ন: রোগীর কিছু লক্ষণ যদি Bryonia এর মত হয় আর কিছু লক্ষণ যদি Rhus tox এর ন্যায় হয় তাহলে কোন ঔষধ ভাল কাজ করে। উত্তর: Phytolacca decandra – ৯। প্রশ্ন: যদি পায়ের গোড়ালির ব্যথা পা ঝুলিয়ে রাখলে বৃদ্ধি পায় এবং পা চেয়ারের একেবারে উপরে রাখলে ব্যথা উপশম হয় তাহলে কোন ঔষধ ভাল কাজ করে। উত্তর: Phytolacca decandra – ১০। প্রশ্ন: Kalium carbonicum এর প্রধান তিনটি কি-নোট কি কি? উত্তর: ঘাম, পিঠে ব্যথা এবং দুর্বলতা।
Facebook Comments Section