Description
হোমিওপ্যাথির সফল কেস – “বিসমিল্লাহির রহমানির রহিম”। ডা. হ্যানিম্যান অর্গানন অব মেডিসিনের
প্রথম সূত্রে উল্লেখ করেন, “চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য হলো, রোগীকে পুনঃ স্বাস্থ্যে ফিরাইয়া আনা”। সুতরাং প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসককের একমাত্র উদ্দেশ্য হতে হবে রোগীকে তার পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দেয়া। যদি আমরা রোগীকে তার পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দিতে না পারি তাহলে এটা হবে রোগীর সাথে প্রতারণার শামিল।
ডা. হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন যে, রোগীকে নীরোগ করাই একজন চিকিৎসকের জীবনের প্রধান লক্ষ্য হতে হবে। অনেক সময় দেখা যায় রোগীর কষ্টকর লক্ষণগুলোর তীব্রতা কমে গেলে আমরা মনে করি রোগী ভালো হয়ে গিয়েছে। শুধুমাত্র রোগীর ২-১টি কষ্টকর লক্ষণ দূর করলেই হবে না, বরং রোগীকে সম্পূর্ণরূপে আরোগ্য করতে হবে।
আমরা যদি রোগীকে সম্পূর্ণরূপে আরোগ্য করতে চাই তাহলে আমাদের অর্গানন অব মেডিসিন, মেটেরিয়া মেডিকা এবং রেপার্টরি সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। আর এ সকল বিষয়ে বাস্তবিক জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে বড় বড় এবং অভিজ্ঞ ডাক্তারদের সফল এবং ব্যর্থ কেসগুলো পড়তে হবে। তাঁরা কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ দিয়েছেন এবং কেন দিয়েছেন তা জানতে হবে। আর ব্যর্থ কেসগুলোতে কেন ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ হওয়ার পর কিভাবে আবার রোগীর জন্য সঠিক ঔষধটি নির্বাচন করেছেন তা জানতে হবে। এর সাথে তাদের অভিজ্ঞতাগুলো মূল্যায়ন করতে হবে। কারণ বাস্তব অবিজ্ঞতা প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমি এই বইয়ে ডা. ন্যাশ, ডা. এস. আর. ফাটক, ডা. এন. এম. চৌধুরী, ডা. জর্জ ভিথুলকাস, ডা. এল. এম. খান, ডা. রাজন শংকরন, ডা. সুব্রত কুমার ব্যানার্জি, ডা. সপ্তর্ষি ব্যানার্জি সহ বড় বড় এবং অভিজ্ঞ হোমিপ্যাথিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ২৪৩+টি কেস একত্রিত করেছি। সেই সাথে তারা কোন কোন লক্ষণ বা কোন কোন রুব্রিকের উপর ভিত্তি করে ঔষধ প্রয়োগ করেছেন তা রেফারেন্স সহ তুলে ধরেছি। যাতে আমরাও এই সকল লক্ষণ বা রুব্রিকের উপর ভিত্তি করে ঔষধগুলো প্রয়োগ করতে পারি। যখন আমরা এই কেসগুলো পড়বো তখন আমাদের মধ্যে আত্মবিশ্বাস বহুগুনে বৃদ্ধি পাবে এবং আমরা এই জ্ঞান আমাদের প্র্যাকটিসেও কাজে লাগাতে পারবো।
যদি এই বইটির মাধ্যমে হোমিওপ্যাথিক ডাক্তার ও শিক্ষার্থীরা সামান্যতম উপকৃত হন তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
এছাড়াও যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনারা যদি এই বইটি পড়েন তাহলে হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীরা একুইট থেকে ক্রিনিক যেকোনো রোগ থেকে দ্রুত, বিনাকষ্টে ও স্থায়ীভাবে আরোগ্য হচ্ছে। এই বইটি সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস এবং আস্থা সৃষ্টি করবে বলে আমি মনে করি, কারণ এই বইয়ে ২৪৩+ বিভিন্ন ধরণের রোগের সফল কেস দেয়া আছে। তবে এই বইটি পড়ে নিজে নিজে কোন ঔষধ প্রয়োগ করা যাবে না, এতে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তখন একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পক্ষে আপনাকে আরোগ্য করা কঠিন হতে পারে।
বিখ্যাত ডাক্তারদের বিভিন্ন সফল কেসসহ মোট ২৪৩ টি কেস এতে সন্নিবেশিত করা হয়েছে।
Facebook Comments Section